আফগানিস্তানের ওপেনার উসমান গনির এক ওভারে ৪৫ রানের বিশ্ব রেকর্ড
আফগানিস্তানের তারকা ওপেনার উসমান গনি এক ওভারে ৪৫ রান সংগ্রহ করে বিশ্ব রেকর্ড গড়েছেন। যা ইতিপূর্বে কেউ কখনও চিন্তাও করতে পারেননি। ইংল্যান্ডের টি-টেন লিগে ব্যাটিং তাণ্ডব চালিয়ে এই রেকর্ড গড়েন উসমান গনি। তিনি মাত্র ৪৩ বলে ১৭টি ছক্কা আর ১১টি চারের সাহায্যে ১৫৩ রানে নজির গড়েন।