সভাপতির চিঠির কার্যকারিতা স্থগিত, তবে বিসিবি নির্বাচনে বাধা নেই
বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর করা নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। তবে এর ফলে আগামী ০৬ অক্টোবরের বিসিবি নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ- এর সমন্বয়ে গঠিত বেঞ্চ একটি রিটের শুনানি শেষে এই আদেশ দেন।