আর্কাইভ
লগইন
হোম
আরব আমিরাত
ফিটনেস টেস্টে এগিয়ে নাহিদ রানা, পিছিয়ে আছে মোস্তাফিজ–তাসকিন
জাতীয় দলের নতুন ফিটনেস পরীক্ষায় কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। তবে পেসার নাহিদ রানা দারুণ পারফরম্যান্স করে সবার নজর কেড়েছেন। আজ রোববার (১০ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিটনেস পরীক্ষায় ১৬০০ মিটার দৌড় ও ৪০ মিটার স্প্রিন্টের মাধ্যমে খেলোয়াড়দের ফিটনেস মূল্যায়ন করা হয়। এর পূর্বে ইয়ো-ইয়ো বা বিপ টেস্টে ফিটনেস মাপা হলেও নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।
1 দিন আগে
  ইমনের সেঞ্চুরিতে আরব আমিরাতকে হারাল বাংলাদেশ
ইমনের সেঞ্চুরিতে আরব আমিরাতকে হারাল বাংলাদেশ
2025-05-18
অন্যরা যখন ছিলেন আসা-যাওয়ার মধ্যে, তখন থিতু হলেন পারভেজ ইমন এবং একাই লড়লেন। সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডও গড়লেন। যদিও দল ২০০ সংগ্রহ ছাড়াতে পারেনি। আরব আমিরাত জবাব দিতে নেমে ভালোই লড়েছে। তবে জয় তুলে নিতে পারেনি তারা, হারতে হয়েছে মাত্র ২৭ রানে। শারজাহতে গতকাল (শনিবার) প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় আমিরাত। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। যা তাড়ায় নেমে ১৬৪ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। হারায় সবগুলো উইকেট। দ্বিতীয় ওভারে তানজিদ হাসান তামিমকে (১০) হারিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। সদ্য অধিনায়ক হওয়া লিটন দাস তিনে নেমে সুবিধা করতে পারেননি। স্রেফ ১১ রান আসে তার ব্যাট থেকে। চারে নেমে তাওহীদ হৃদয়ের অবস্থাও হয় একই। ১৫ বলে ২০ রান করে তিনি বিদায় নেন। ২ রান করে ফেরেন শেখ মাহেদিও।