ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাস থেকে শেনজেন ভিসা পাওয়া যাবে
পর্য টকদের জন্য সুখবর হচ্ছে- এখন বাংলাদেশ থেকেই নেদারল্যান্ডসের ভিসা আবেদন করা যাবে। নেদারল্যান্ডস দূতাবাস আগামী ০২ নভেম্বর থেকে স্বল্প-স্থায়ী (শেনজেন) ভিসা আবেদন গ্রহণ শুরু করবে।
ঢাকার নেদারল্যান্ডস দূতাবাস গত রোববার (১৯ অক্টোবর) এক বার্তায় উল্লেখ করেছে, শেনজেন ভিসার আবেদন ভিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দিতে হবে (https://visa.vfsglobal.com/bgd/en/nld/)। ১৬ অক্টোবর থেকে ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে।