মালয়েশিয়ার মালাক্কায় ২ বাংলাদেশির লাশ উদ্ধার
মালয়েশিয়ার মালাক্কা রাজ্য থেকে দুইজন বাংলাদেশির লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে লাশ ২টি উদ্ধার করা হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
জানা যায়, মালয়েশিয়ায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন ঐ দুই যুবক। গত মঙ্গলবার তাদের বাসস্থান থেকে উচ্চস্বরে চেচামেচির শব্দ পায় আশপাশের প্রতিবেশিরা। এর কিছু সময় পরই বাড়ি ফিরে তাদের দুইজনের লাশ দেখতে পান সেখানকার আরেক বাসিন্দা।