ধামরাইয়ে সড়কে প্রাণ হারালেন গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক
ঢাকার ধামরাইয়ে সড়কে প্রাণ হারালেন গণবিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আখতার উল আলম। এ ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন।
গতকাল রোববার (২৩ নভেম্বর) দুপুরে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
এর পূর্বে রোববার সকালে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের ভাড়ারিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আখতার উল আলম টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বাসিন্দা। তিনি ধামরাইয়ের মান্নান কলেজ এলাকায় বসবাস করে গণবিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন।