আর্কাইভ
লগইন
হোম
বিশ্বচ্যাম্পিয়ন
বিশ্বচ্যাম্পিয়ন সিটিকে হারিয়ে আল-হিলালের ঐতিহাসিক জয়
ম্যানচেস্টার সিটির ক্লাব বিশ্বকাপে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। শেষ ষোলোতেই তারা হেরে গেল সৌদি আরবের ক্লাব আল-হিলালের কাছে, এক অভাবনীয় ৪-৩ গোলের রোমাঞ্চকর ম্যাচে। অতিরিক্ত সময়ে ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস লিওনার্দোর গোলেই লেখা হলো ইতিহাস। পেপ গার্দিওলার দল গ্রুপ পর্ব পেরিয়েছিল অনায়াসেই। কিন্তু কোয়ার্টার ফাইনালের টিকিট মিলল না তাদের, মূলত: এলোমেলো রক্ষণের জন্যই। ম্যাচে ৪টি গোল হজম করেছে সিটি, যা তাদের মানের সঙ্গে একেবারেই বেমানান। তবে শুরুটা ভালোই করেছিল ইংলিশ চ্যাম্পিয়নরা। টানা চতুর্থ ম্যাচে ১০ মিনিটের মধ্যেই এগিয়ে যায় সিটি। বার্নার্দো সিলভা ক্লোজ রেঞ্জ থেকে গোল করেন। তবে আল-হিলালের খেলোয়াড়রা অভিযোগ তুলেছিলেন, গোলের আগে রায়ান এইত-নুরির হাতে বল লেগেছিল।
21 ঘন্টা আগে