অজ্ঞান পার্টির সদস্য তার নিজের জুস পান করেই অজ্ঞান হলেন
ট্রেনে যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নেওয়া অজ্ঞান পার্টির মূল হোতা ফুল মিয়া (৪৮) নিজেই জ্ঞান হারিয়ে ফেলেন তার কাছে থাকা জুস পান করে। পরে তাকে আটক হয়েছে রেল পুলিশের হাতে সোপর্দ করা হয়।
তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আব্দুল্লাহপুর এলাকার আব্দুস সামাদের ছেলে।
আজ শনিবার ভোরে (৩০ আগস্ট) ভোরে খুলনা থেকে চিলাহাটি আসার পথে সৈয়দপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।