আর্কাইভ
লগইন
হোম
মুশতাক আহমেদ
রিশাদ হোসেনের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানি কোচ মুশতাক আহমেদ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেট শিকার করে প্রায় একাই ম্যাচ জিতিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তরুণ এই স্পিনারের এমন দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও। দ্বিতীয় ওয়ানডের আগে প্রেস কনফারেন্সে এসে রিশাদের প্রশংসায় পঞ্চমুখ এই পাকিস্তানি কোচ। মুশতাক বলেন, ‘সত্যি বলতে এটা ততটা সহজ নয় (পাঁচ উইকেট নেওয়া)। কখনও কখনও বেশি চাপের মধ্যে থাকতে হয়, কারণ আপনাকে সেরাটা দিতে হবে। একজন তরুণ লেগ-স্পিনার হিসেবে আপনি নার্ভাস হতে পারেন। কিন্তু কোচিং দৃষ্টিকোণ থেকে আমার কথা হলো ধরে খেলা। এই পিচগুলো কখনও আপনাকে আরাম দেবে না, তাই কমফোর্ট জোন এবং প্রক্রিয়া থেকেই বের হয়ে আসতে হবে।’
12 ঘন্টা আগে