আর্কাইভ
লগইন
হোম
বাইক
উত্তরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাইক চালকের
উত্তরায় সড়ক দুর্ঘটনায় ফুয়াদ হাসান হৃদয় (২৬) নামে এক বাইক চালকের প্রাণ গেছে। আজ মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, উত্তরা জসিম উদ্দিন রোড ফ্লাইওভারের কাছে পিকআপ ভ্যান, সিএনজি ও বাইকের সংঘর্ষ হয়। এতে বাইক চালক হৃদয় গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন। হৃদয়কে হাসপাতালে নেওয়া রাজিব হোসেন বলেন, ভোরে তিনি ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে জসিম উদ্দিন রোডে যান। তখন দেখতে পান ফ্লাইওভারের কাছে পিকআপ, সিএনজি সড়ক বিভাজকের ওপর উঠে আছে। তিনি বলেন, বাইক চালক আহত হয়ে রাস্তায় পড়ে ছিলেন। তখন একটি সিএনজিতে করে ঐ যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
1 দিন আগে