মদ্যপ অবস্থায় উবারচালককে প্রহার, আবার আটক নোবেল
মাইনুল আহসান নোবেল একজন গায়ক। তিনি গান নিয়ে আলোচনায় না থাকলেও গ্রেফতার বা বিভিন্ন কর্মকাণ্ডে সংবাদের শিরোনামে থাকেন সবসময়। আবার পুলিশের হাতে আটক হয়েছেন এই গায়ক। এবার হয়েছেন উবারচালককে মারধর করে, তাও মদ্যপ অবস্থায়।
গতকাল শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় মিরপুর মডেল থানা পুলিশ। জানা যায়, মদ্যপ অবস্থায় আকবর হোসেন নামে এক উবারচালককে মারধর করেন তিনি।