কানাডাতে ২১০ ফুট উঁচু থেকে হিমির বাঞ্জি জাম্প
আমাদের মধ্যে অনেকেরই উচ্চতার ভয় রয়েছে। তারপরও রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য অনেকেই ভয়কে জয় করে বাঞ্জি জাম্প দেন।
এবার সেই ভয়টাই জয় করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তিনি ২১০ ফুট উচ্চতা থেকে বাঞ্জি জাম্প দিয়েছেন।এই অভিনেত্রী বেশ কিছুদিন ধরে কানাডা সফরে রয়েছেন। সম্প্রতি সেখানকার মন্ট্রিয়াল বাঞ্জিতে লাফ দিয়েছেন। জীবনের প্রথম এই অভিজ্ঞতার আগ মুহূর্তে ভয়ে তটস্থ হয়ে যান হিমি। আর বাঞ্জি লাফের সেই ভিডিও তিনি পোস্ট করেছেন স্যোশাল মিডিয়ায়। সেই ভিডিওর ভিউও হু হু করে বাড়তে থাকে। অনেক ধরনের মন্তব্য এসেছে ভিডিওর কমেন্ট বক্সে। এরমধ্যে হিমির সাহসেরই প্রশংসা করেছেন বেশিরভাগ ভক্তরা।