আর্কাইভ
লগইন
হোম
মাহমুদুর রহমান মান্না
তারেক রহমানের সঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মান্নার সাক্ষাৎ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদুর রহমান মান্না। গতকাল সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে গণমাধ্যমে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে নির্বাচন কমিশনকে পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনকালীন পরিবেশ স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি।
6 দিন আগে
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে: মান্না
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে: মান্না
2025-04-17
রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মান্না বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে। সংকট সমাধানে আমাদের শেষপর্যন্ত গণতন্ত্রের কাছেই ফিরে যেতে হবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। ফিলিস্তিনের গাজায় নারকীয় হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। সমাবেশে গণতন্ত্র মঞ্চের প্রায় সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।