নারী ফুটবল র্যাংকিংয়ে ৮ ধাপ পেছালো বাংলাদেশ
এবার বাংলাদেশ নারী ফুটবল দলের র্যাংকিংয়ে বড় অবনমন ঘটেছে ফিফার সর্বশেষ হালনাগাদে। মাত্র ৪ মাস আগেই ইতিহাস গড়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে উঠেছিল মেয়েরা। কিন্তু আজ প্রকাশিত নতুন র্যাংকিংয়ে বাংলাদেশ নেমে গেছে ১১২ নম্বরে, অর্থাৎ পিছিয়েছে ৮ ধাপ।
এই অবনমন খুব একটা অপ্রত্যাশিত ছিল না। দুইটি ফিফা উইন্ডোতে ৪টি ম্যাচ খেলেও কোনো জয় পায়নি বাংলাদেশ।
অক্টোবরে থাইল্যান্ড সফরে প্রথম ম্যাচে ৩-০ এবং দ্বিতীয় ম্যাচে ৫-১ গোলে বড় হারের প্রতিফলন পড়ে র্যাংকিংয়ে। নভেম্বরে ঘরের মাঠে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও জয়ের দেখা পায়নি দল। মালয়েশিয়ার কাছে ১-০ এবং আজারবাইজানের বিপক্ষে লড়াই করেও ২-১ গোলে হারায় মোট ১২ রেটিং পয়েন্ট খুইয়েছে লাল-সবুজের দল।