বিবিসির বিরুদ্ধে মামলা করবেন ট্রাম্প!
বিবিসির ‘প্যানোরামা’ তথ্যচিত্রে নিজের একটি বক্তব্য ‘ভুলভাবে সম্পাদনা’ করার অভিযোগে ব্রিটিশ সংবাদমাধ্যমটির বিরুদ্ধে মামলা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ, বিষয়টি নিয়ে ক্ষমা প্রার্থনা করেছিল বিবিসি।
সংবাদমাধ্যমটি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বিবিসির ‘প্যানোরামা’ তথ্যচিত্রে মার্কিন প্রেসিডেন্টের একটি বক্তব্য ‘ভুলভাবে সম্পাদনা’ হয়ে গিয়েছিল। বিষয়টি নিয়ে বিবিসি তার কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামী সপ্তাহে বিবিসির বিরুদ্ধে ১ থেকে ৫ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দাবিতে মামলা করবেন।
গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, বিবিসি আমার বক্তব্য বিকৃত করেছে। আমরা এর বিরুদ্ধে বড় ধরনের আইনি পদক্ষেপ নেব। আগামী সপ্তাহে তারা মামলা পাবে।
তিনি আরও জানান, এই বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও কথা বলবেন তিনি।