আর্কাইভ
লগইন
হোম
প্রধান বিচারপতি
এখন থেকে নতুন পদ্ধতিতে প্রকাশ করা হবে হাইকোর্টের কজলিস্ট
এখন থেকে নতুন পদ্ধতিতে হাইকোর্ট বিভাগে দৈনিক কার্যতালিকা (কজলিস্ট) প্রকাশ করা হবে। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের একক বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে প্রতিদিন মোট ২,৪৪০টি দৈনিক কার্যতালিকা মুদ্রণ ও বাঁধাই করে বিচারপতিদের কোর্ট ও চেম্বার, অ্যাটর্নি জেনারেল অফিস, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য, সলিসিটর অফিস এবং বিভিন্ন শাখায় সরবরাহ করা হয়। মুদ্রণ করা দৈনিক কার্যতালিকার পৃষ্ঠাসংখ্যা ৩০০–৩৫০ পৃষ্ঠা থেকে বেড়ে ৫০০–৫৫০ পৃষ্ঠায় বৃদ্ধির কারণে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসে কাজের ভলিউম বৃদ্ধি পেয়েছে এবং গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসে জনবল সংকটের কারণে সময়মতো কজলিস্ট প্রস্তুত করতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় মর্মে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস কর্তৃপক্ষ হতে জানানো হয়েছে।
2026-01-03
বিমান দুর্ঘটনায় শোক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এক মিনিটের নীরবতা পালন
বিমান দুর্ঘটনায় শোক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এক মিনিটের নীরবতা পালন
2025-07-22
উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের স্মরণে বিচার কাজ শুরু হওয়ার আগে এক মিনিট নীরবতা পালন করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় এই গভীর শোকের মুহূর্তে দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এ নীরবতা পালন করা হয়। সুপ্রিম কোর্টের এক বার্তায় বলা হয়েছে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে দিনের বিচার কার্যক্রম শুরু হওয়ার পূর্বে এক মিনিট নীরবতা পালন করার জন্য বাংলাদেশের প্রধান বিচারপতি নির্দেশ প্রদান করেছেন।