যেভাবে ফেসবুকে ডিলিট হওয়া পোস্ট ফিরিয়ে আনা সম্ভব
বর্তমানে ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, এটি অনেকের জন্য ব্যক্তিগত ডায়েরি কিংবা স্মৃতির ভান্ডারও বটে। প্রতিদিন কোটি কোটি মানুষ তাদের ছবি, লেখা, ভিডিওসহ নানা তথ্য ফেসবুকে শেয়ার করে থাকেন। কিন্তু ভুলবশত: কখনো কোনো গুরুত্বপূর্ণ পোস্ট ডিলিট হয়ে গেলে তখন দুশ্চিন্তা হয়, এমনটা অনেকেই অনুভব করেছেন।এখানে তবে চিন্তার কিছু নেই। ফেসবুক এমন একটি সুবিধা দিয়েছে, যা ব্যবহার করে ডিলিট হওয়া পোস্ট সহজেই ফিরিয়ে আনা যায়।
বস্তুত, কোনো পোস্ট মুছে ফেললে তা সঙ্গে সঙ্গে চিরতরে মুছে যায় না। বরং এটি ফেসবুকের ‘রিসাইকেল বিন’ নামের একটি গোপন ফোল্ডারে সংরক্ষিত থাকে ৩০ দিন পর্যন্ত। এ সময়ের মধ্যে চাইলে আপনি পোস্টটি পুনরুদ্ধার করতে পারবেন।