বজ্রপাতে পুড়ে গেল তুলার গোডাউন
ফরিদপুরে বজ্রপাতে একটি তুলার গোডাউন পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল শনিবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে জেলা সদরের কানাইপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গতকাল, রাত ৯টার দিকে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময়ে বাজারের আমির হোসেনের তুলার গোডাউনের পাশের খেজুর গাছের ওপর বজ্রপাত হয়, যার ফলে গাছে আগুন ধরে যায়। ঐ গাছের একটি অংশ বিশেষ গোডাউনের ওপর পড়লে আগুন ছড়িয়ে পড়ে। এতে তুলার গোডাউনটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।