কুড়িগ্রামে ট্রাকচাপায় দুইজনের মৃত্যু
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় ড্রাম ট্রাকের চাপায় যাত্রীবাহী অটোরিকশার চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৩ জন। আজ রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা ও অটোরিকশার চালক বাহার উদ্দিন বানু (৩০) ও যাত্রী আতিকা (১৫)।
আহতরা হলেন: আবু বক্কর, মোর্শেদা ও ফাতেমা।