আর্কাইভ
লগইন
হোম
‘জুলাই ৩৬: রাষ্ট্র বনাম নাগরিক’
এশিয়ার সেরা ২০ সিনেমার তালিকায় ৩ বাংলাদেশি চলচ্চিত্রের নাম
এবার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্র জগতের সফলতায় যুক্ত হলো নতুন পালক। খ্যাতনামা চলচ্চিত্রবিষয়ক ওয়েবসাইট এশিয়ান মুভি পালস প্রকাশিত ‘২০২৫ সালে এশিয়ার সেরা ২০ সিনেমা’ তালিকায় এবার জায়গা পেল দেশীয় ৩ সিনেমা। এই তালিকার ৫ নম্বরে রয়েছে মেহেদী হাসান পরিচালিত ‘বালুর নগরীতে’, ১৭ নম্বরে সৌমিত্র দস্তিদারের ‘জুলাই ৩৬: রাষ্ট্র বনাম নাগরিক’ এবং ১৯ নম্বরে নুহাশ হুমায়ূনের ‘২ষ’ স্থান পেয়েছে। এই ওয়েবসাইটটি বিগত ২০১৯ সাল থেকে নিয়মিত এশিয়ার সেরা সিনেমার তালিকা প্রকাশ করে আসছে। প্রতিবেদনে সমকালীন এশীয় সিনেমা নিয়ে বলা হয়েছে, এই অঞ্চলটির সিনেমা দিন দিন আরও শক্ত অবস্থান তৈরি করছে। একসময় যেসব দেশ সিনেমার দৌড়ে পিছিয়ে ছিল, তারা এখন শৈল্পিক ও সাহসী নির্মাণে এগিয়ে আসছে। ইতিহাস, স্মৃতি এবং রাষ্ট্রীয় সহিংসতার প্রশ্নগুলো নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হচ্ছে, যা আন্তর্জাতিক পরিসরে তুলনামূলক কিছুটা বিরল বলা যায়। এই সেরা ২০ সিনেমার তালিকার ৫ম স্থানে উঠে আসা বাংলাদেশের ‘বালুর নগরীতে’ প্রসঙ্গে এশিয়ান মুভি পালস তাদের প্রতিবেদনে লিখেছে, এটি একটি ছোট পরিসরের অথচ দুর্লভ আর্টহাউস রত্ন-যার ছন্দ মসৃণ, গতি শান্ত এবং আবহ গভীর। সিনেমাটির কেন্দ্রীয় এমা চরিত্রে অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা। গত ২০২৫ সালে সিনেমাটি চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভেরি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার অর্জন করে।
3 ঘন্টা আগে