লিবিয়া উপকূলে অভিবাসীসহ নৌকাডুবি, ৪ বাংলাদেশির মৃত্যু
লিবিয়া উপকূলে অভিবাসী বহনকারী ২টি নৌকা ডুবে অন্তঃত ৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় লিবিয়ান রেড ক্রিসেন্ট সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।
আজ রোববার (১৬ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ডুবে যাওয়া প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশি ২৬ অভিবাসী। তাদের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, দ্বিতীয় নৌকাটিতে ৬৯ অভিবাসী ছিলেন। তাদের মধ্যে ২ জন মিশরীয় ও কয়েকজন সুদানী নাগরিক ছিলেন। ঐ নৌকায় আট শিশুও ছিল। তবে তাদের ভাগ্যে কী ঘটেছে নির্দিষ্ট করে বলা হয়নি।
প্রতিবেদনে বলা হয়, লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১১৮ কিলোমিটার পূর্বে আল-খুমস উপকূলের কাছে এই ২টি নৌকাডুবির ঘটনা ঘটে।