আর্কাইভ
লগইন
হোম
মিরপুর ইনডোর স্টেডিয়াম
এদেশের ফুটসাল নিয়ে আশাবাদী ইরানি কোচ
হামজা চৌধুরী ও সামিত সোমের আগমনের পর নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে বাংলাদেশের ফুটবলে। স্ট্যান্ডার্ড ফুটবলের পাশাপাশি সেই জোয়ার ছুঁয়ে গেছে ফুটসালেও। এতদিন উপেক্ষিত থাকা এই খেলার বিকাশে বড়সড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই যাত্রার সূচনাতেই আন্তর্জাতিক মানের এক কোচকে দায়িত্বে এনেছে সংস্থাটি; ইরানের সাঈদ খোদারাহমি। গত শনিবার (২৬ জুলাই) রাতে ঢাকায় এসে রোববার সংবাদ সম্মেলনে হাজির হন ৫৯ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমানের সঙ্গে বসে নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি। আবেগভরা কণ্ঠে বলেন, ‘বাংলাদেশে আজ ফুটসালের জন্ম হয়েছে। এটি এখনো শিশু, আর ইরান সেই দৃষ্টিকোণ থেকে বিশ্ববিদ্যালয়। এই শিশুকে বড় করে তোলার দায়িত্ব আমি নিতে চাই।’
13 ঘন্টা আগে