তুরস্ক ফুটবলে জুয়া কেলেঙ্কারি: ১৪৯ রেফারি ও সহকারী রেফারি নিষিদ্ধ
টিএফএফ (তুরস্ক ফুটবল ফেডারেশন) দেশের শত শত পেশাদার ম্যাচ কর্মকর্তার বেটিং অ্যাকাউন্ট থাকার প্রমাণ পাওয়ায় ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। জুয়া কার্যক্রমে জড়িত থাকার দায়ে ‘অপরাধের তীব্রতা’ বিবেচনা করে এই কর্মকর্তাদের ৮-১২ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আরও ৩ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত এখনও চলছে। দণ্ডপ্রাপ্ত কর্মকর্তাদের পূর্ণাঙ্গ তালিকা টিএফএফ তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।