আর্কাইভ
লগইন
হোম
ড. সালেহউদ্দিন আহমেদ
যুক্তরাজ্য থেকে ১৪৪২ কোটি টাকা ব্যয়ে আসবে তিন কার্গো এলএনজি
বাংলাদেশের জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকার। যুক্তরাজ্য থেকে এই ৩ কার্গো এলএনজি আনতে ব্যয় হবে ১,৪৪২ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৩৮৮ টাকা। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
2025-08-20
প্রতি ১০০ জন করদাতার ৭০ জনই শূন্য কর দেয়: অর্থ উপদেষ্টা
প্রতি ১০০ জন করদাতার ৭০ জনই শূন্য কর দেয়: অর্থ উপদেষ্টা
2025-07-10
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতে, প্রতি ১০০ জনে ৭০ জনই শূন্য কর দেয়, যা অবিশ্বাসযোগ্য। যারা তথ্য দিচ্ছে তাদের হিসাব খতিয়ে দেখা উচিত বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, অনেক প্রতিষ্ঠান পেপার সাবমিট করেন, যার বেশিরভাগই মানসম্পন্ন না। গতকাল বুধবার (০৯ জুলাই) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিটে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন এফআরসির চেয়ারম্যান ড. সাজ্জাদ হোসেন ভুঁইয়া।
৩ লাখ ৭৫ হাজার টাকা করমুক্ত আয়সীমা
৩ লাখ ৭৫ হাজার টাকা করমুক্ত আয়সীমা
2025-06-02
এই প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা ৩,৭৫,০০০ টাকা করা হয়েছে, যা বর্তমানে রয়েছে ৩,৫০,০০০ হাজার টাকা।আজ সোমবার (০২ জুন) বিকেলে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এমনটি জানান। উপদেষ্টা গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাহত করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ৫,২৫,০০০ টাকা প্রস্তাব করেন। তিনি জানান, কর ন্যায্যতা প্রতিষ্ঠায় অর্থ অধ্যাদেশ-২০২৫ এর মাধ্যমে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ন্যূনতম করের কারণে কোনো করদাতাকে নিয়মিত করের যে পরিমাণ অতিরিক্ত কর দিতে হয় তা, পরবর্তী করবর্ষে সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে।