আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসের চতুর্থ শিরোপা
ফাইনালের টাইব্রেকারে আবাহনী লিমিটেডকে ৫-৪ গোলে হারিয়ে ফেডারেশন কাপে নিজেদের চতুর্থ শিরোপা জিতে নিয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনার পারদ চড়েছে বারবার।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেই অতিরিক্ত সময়ও শেষ হয় গোলশূন্যভাবে। শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে, যেখানে শ্রাবণ হয়ে ওঠেন বসুন্ধরা কিংসের নায়ক।