আর্কাইভ
লগইন
হোম
আজমেরী হক বাঁধন
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া
বাংলাদেশের প্রথম নারী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শোবিজ জগতের তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে বেগম জিয়ার ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন তারা। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ফেসবুক পেজে ঢালিউড মেগাস্টার শাকিব খান লেখেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’ চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় যেন মহাকালের সাক্ষী হয়ে রইলো। একজন মহিয়সী নারীর প্রস্থান যেন যুগে যুগে বাংলাদেশের মানুষের হৃদয়ে লেখা থাকবে। বিনম্র শ্রদ্ধা।’ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে চিত্রনায়িকা শবনম বুবলী লিখেছেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার বিদেহী আত্মা চিরশান্তিতে থাকুক। আমিন।’ চিত্রনায়িকা নুসরাত ফারিয়া লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।’
2025-12-30
 আবার ”লাক্স সুপারস্টার” আয়োজন: বিচারক জয়া-মেহজাবীন ও রাফী
আবার ”লাক্স সুপারস্টার” আয়োজন: বিচারক জয়া-মেহজাবীন ও রাফী
2025-05-18
আজমেরী হক বাঁধন, আফসান আরা বিন্দু, জাকিয়া বারী মম, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরীদের মতো তারকারা উঠে এসেছেন সুন্দরী প্রতিযোগিতা ‘লাক্স সুপারস্টার’ থেকে। প্রায় ৭ বছর বিরতির পর শুরু হয়েছে জনপ্রিয় রিয়েলিটি শোটি। ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন তারকা সন্ধানের নিবন্ধন প্রক্রিয়া, যা চলবে আগামী ০৫ জুন পর্যন্ত। ১৮ থেকে ২৭ বছরের আগ্রহী নারীরা লাক্স বাংলাদেশের ফেসবুক পেজে থাকা লিঙ্কে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। দীর্ঘ বিরতির পর আয়োজিত এবারের আয়োজনে এসেছে আধুনিক ছোঁয়া। অভিনয় ও স্টাইলিংয়ের পাশাপাশি এবার মূল্যায়ন করা হবে কনটেন্ট তৈরির দক্ষতাও। এই আসরে বিচারক ও মেন্টর হিসেবে থাকছেন- জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী।