আর্কাইভ
লগইন
হোম
কলেজছাত্রী
সাতক্ষীরার কলারোয়ায় মাটিবাহী ট্রলির ধাক্কায় কলেজছাত্রী নিহত
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় মাটি ভর্তি ট্রলির ধাক্কায় কলেজছাত্রী সুরাইয়া খাতুন (১৮) নিহত হয়েছেন। আজ শনিবার (০৩ জানুয়ারি) সকাল ৯টায় কলারোয়া পৌর সদরের বেত্রাবতী হাই স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রী সুরাইয়া খাতুন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সলিমপুর গ্রামের ওজিয়ার রহমান গাজীর মেয়ে। তিনি কলারোয়া সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রমতে, সুরাইয়া খাতুন একটি ইজিবাইকে করে কলারোয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে সকাল ৯টার দিকে কলারোয়া পৌর সদরের বেত্রাবতী হাই স্কুলের সামনে পৌঁছালে একটি দ্রুতগতির মাটি ভর্তি ট্রলি ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইক থেকে ছিটকে তিনি রাস্তায় পড়ে যান। এরপর মাটি ভর্তি ট্রলিটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। 
5 দিন আগে