বন্দর অভিমুখে স্কপের মিছিলে বাধা, ১ নভেম্বর গণঅনশন
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। সমাবেশ থেকে আগামী ০১ নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গণঅনশনের ডাক দেন স্কপ নেতারা।
আজ বুধবার (২২ অক্টোবর) নগরের আগ্রাবাদ বাদামতল এলাকা থেকে মিছিল বের করে স্কপ। মিছিলটি বন্দরের ০১ নম্বর গেইট বারিক বিল্ডিংয়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। বন্দর থানা এলাকায় আগামী ১১ নভেম্বর পর্যন্ত সমাবেশ নিষিদ্ধ করেছে সিএমপি।