সন্ত্রাস ও সহিংসতার আহ্বানসম্বলিত সোশ্যাল মিডিয়া পোস্ট সরাসরি রিপোর্টের আহ্বান
সন্ত্রাস ও সহিংসতার আহ্বানসংবলিত সোশ্যাল মিডিয়া পোস্ট সরাসরি হোয়াটসঅ্যাপ ও ই-মেইলের মাধ্যমে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। আজ শনিবার (২০ ডিসেম্বর) থেকে এই ব্যবস্থা কার্যকর হয়েছে।
হোয়াটসঅ্যাপ ও ই-মেইলে প্রাপ্ত অভিযোগগুলো এনসিএসএ প্রাথমিক যাচাই-বাছাই শেষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিপোর্ট করবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।