সুন্দরবনে ফাঁদে ধরা পড়া হরিণসহ শিকারি আটক
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইডের ডিমেরচর এলাকায় ফাঁদে আটক হরিণসহ এক শিকারিকে আটক করেছেন বনরক্ষীরা।
গতকাল বুধবার (০৭ জানুয়ারী) দুপুরে এক শিকারিকে আটক করা হয়। এই সময়ে অন্য দুই হরিণ শিকারি সুন্দরবনের গহিন অরণ্যে পালিয়ে যায়। এছাড়া বন বিভাগের বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র খুলনায় চিকিৎসাধীন আহত বাঘটি পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। গত দুইদিন ধরে বাঘটি সামান্য খাবার গ্রহণ করেছে।