গাজীপুরের জয়দেবপুরে রেলের জমি থেকে শতাধিক দোকানপাট উচ্ছেদ
গাজীপুরে রেলওয়ের জমিতে অবৈধভাবে বসানো শতাধিক দোকানঘর উচ্ছেদ করেছে জেলা প্রশাসন, গাজীপুর সিটি কর্পোরেশন ও রেলওয়ে বিভাগের লোকজন।
আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাবাসসুম, গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আল মামুন, অঞ্চল-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল, রেলওয়ে পুলিশ ও জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।