জনপ্রিয় অভিনেতা জিৎ শুটিং সেটে আহত
পশ্চিমবঙ্গের কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ নতুন সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। পরিচালক পথিকৃৎ বসুর ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ সিনেমার সেটে শুটিং করার সময় আহত হয়েছেন তিনি। বর্তমানে সিনেমাটির শুটিং স্থগিত রাখা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের কাজ করার সময় অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনা ঘটে। এই পুরো সপ্তাহ জুড়ে শুটিংয়ের শিডিউল ছিল। তবে জিতের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সব কাজ পিছিয়ে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।