ফোন নম্বর ছাড়াই চলবে, অফলাইন মেসেজিং অ্যাপ ‘বিটচ্যাট’
ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের বিকল্প হিসাবে প্রযুক্তি ও গোপনীয়তা সচেতনদের জন্য হাজির ‘বিটচ্যাট’। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের (বর্তমান এক্স) সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও জ্যাক ডরসির এই নতুন মেসেজিং অ্যাপ একেবারেই ব্যতিক্রমধর্মী।
কেন্দ্রীয় সার্ভার, ইন্টারনেট, এমনকি ফোন নম্বর বা ইমেইল ছাড়াও চলে অ্যাপটি! বিটচ্যাট পুরোপুরি ব্লুটুথ মেশ নেটওয়ার্কের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কাছাকাছি থাকা ডিভাইসগুলোর সঙ্গে এনক্রিপ্টেড পিয়ার-টু-পিয়ার বার্তা আদান-প্রদান সম্ভব করে এটি।