খুলনার সোনাডাঙ্গায় ২০০ টাকা চাওয়ায় স্বামীর ঘুষিতে স্ত্রী নিহত
খুলনার সোনাডাঙ্গা থানাধীন বয়রায় স্বামীর কাছে ভাইয়ের পাওনা টাকা চাওয়ায় চাঁদনী (২৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বয়রা ইসলামীয়া কলেজের পাশে এই ঘটনা ঘটে। পরে গৃহবধূকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ঘটনার পর থেকে স্বামী মাসুদ পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাসুদ ও চাঁদনী দম্পতি সোনাডাঙ্গা থানাধীন বয়রা ইসলামীয়া কলেজ এলাকার বাসিন্দা প্যারিসের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। মাসুদ পেশায় একজন রাজমিস্ত্রী।