আর্কাইভ
লগইন
হোম
সহিংসতা
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু
লাতিন আমেরিকার দেশ পেরু সরকার বিরোধী বিক্ষোভে এখনও উত্তাল। দেশটির জেন-জি তরুণরা আবারও প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের বিরুদ্ধে বিক্ষোভ করার জন্য স্থানীয় সময় গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) রাস্তায় নামে। এক সপ্তাহ পূর্বে, রাজধানীতে হওয়া বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যেখানে ডজনখানেক পুলিশ কর্মকর্তা, প্রতিবাদকারী ও সাংবাদিক আহত হন। এই বিক্ষোভ শুরু হয় গত ২০ সেপ্টেম্বর, যখন দেশটির পেনশন ব্যবস্থায় এমন একটি সংস্কার আনা হয়, যেখানে ১৮ বছরের ঊর্ধ্বে সব পেরুবাসীর জন্য কোনো একটি পেনশন প্রদানকারীর সঙ্গে যুক্ত হওয়া বাধ্যতামূলক করা হয়। তবে এই বিক্ষোভের পেছনে প্রেসিডেন্ট বোলুয়ার্তে ও কংগ্রেসের প্রতি দীর্ঘদিনের ক্ষোভও বড় ভূমিকা রেখেছে।
2025-09-28