বাংলাদেশের জায়গায় সুযোগ পাওয়া স্কটল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা
বাংলাদেশের বদলি দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়া স্কটল্যান্ড তাদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে স্কটল্যান্ডের নেতৃত্ব দেবেন রিচি বেরিংটন।
ঘোষিত স্কোয়াডে আগের বিশ্বকাপের অভিজ্ঞতাকেই গুরুত্ব দিয়েছে স্কটল্যান্ড। গত ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ১১ জন ক্রিকেটারই এবারের দলে রাখা হয়েছে।
একইসঙ্গে টম ব্রুস, ফিনলে ম্যাকক্রিথ ও অলিভার ডেভিডসন প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। স্কোয়াডটি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের ভিসা অনুমোদনের ওপর চূড়ান্তভাবে নির্ভরশীল।