উত্তরাঞ্চল-ঢাকা রেলপথ আটকে দিলো শিক্ষার্থীরা
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এবার উত্তরাঞ্চল-ঢাকা রেলপথ আটকে দিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। আজ বুধবার (১৩ আগষ্ট) সকাল ৯টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ আটকে দিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে গত রোববার (১০ আগস্ট) হাটিকুমরুল গোলচত্বরে এলাকায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।