গ্রেফতারি পরোয়ানা: অভিনেত্রী শাওন ও এডিসি নাজমুলের
অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ এ পরোয়ানা জারি করেন।
শাওনের সৎ মা নিশি ইসলাম বাদী হয়ে একই আদালতে এ মামলা দায়ের করেছেন। মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদসহ ১২ জনকে আসামি করা হয়েছে।