ভুয়া মুক্তিযোদ্ধা আমাদের জন্য গ্লানিকর: উপদেষ্টা ফারুক-ই-আজম
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, ভুয়া মুক্তিযোদ্ধা আমাদের জন্য গ্লানিকর। ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে সত্যিকারের মুক্তিযোদ্ধারা প্রতিনিয়তই বিব্রত বোধ করেন।
মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও যারা নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত করছেন, এটি বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু বিষয় আছে, আমরা এখন আদালতের রায়ের অপেক্ষায় আছি। প্রায় ২৭০০ রিট মামলা রয়েছে, এগুলো নিষ্পত্তির প্রয়োজন আছে। সব মামলাই প্রায়ই একই ধরনের। তাই, আমরা চেষ্টা করছি, সবগুলো মামলার রায় একসঙ্গে পাওয়ার জন্য, যোগ করেন উপদেষ্টা।