আর্কাইভ
লগইন
হোম
মেজবান
কানাডার টরন্টোয় বসেছিল চাটগাঁইয়া মেজবান ও মিলনমেলা
কানাডার টরন্টোর ডেনফোর্থ হয়ে উঠেছিল একখণ্ড চট্টগ্রাম। সেখানে বসেছিল চাটগাঁবাসীর মিলনমেলা। খোঁজ নিচ্ছিলেন একে অপরের। বিদেশ বিভূঁইয়ে একসাথে হওয়ার সুযোগ কম। চাটগাঁইয়া মেজবান উপলক্ষ্যে কয়েক হাজার মানুষ একত্রিত হয়েছিলেন গত শনিবার (২০ সেপ্টেম্বর)। কানাডায় বসবাসরত চট্টগ্রামবাসীদের সংগঠন চট্টগ্রাম সমিতি কানাডা ইনকের উদ্যোগে আয়োজিত এই মেজবানে চট্টগ্রামের বাইরের প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন। ডেনফোর্থ সুন্নাতুল জামাত অব অন্টারিও মসজিদে দুপুর ১২টা থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত মেজবান অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মন্জুর চৌধুরী।
2 ঘন্টা আগে