আর্কাইভ
লগইন
হোম
গিলবার্তো সিলভা
২০২৬ বিশ্বকাপ ট্রফি দেখে জামাল ভূঁইয়া বললেন ‘জোশ’
টেলিভিশনের পর্দায় নয়, এবার সরাসরি চোখের সামনে সেই কাঙ্ক্ষিত সোনালি ট্রফি। বিশ্বজয়ী কিংবদন্তিদের স্পর্শ পাওয়া ১৮ ক্যারেট খাঁটি সোনার ট্রফিটি যখন ঢাকার মাটিতে, তখন রোমাঞ্চ আর শিহরণে আচ্ছন্ন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে আজ বুধবার (১৪ জানুয়ারী) সকালে কোকা-কোলার সৌজন্যে বাংলাদেশে এসেছে ২০২৬ বিশ্বকাপের এই শিরোপা। ট্রফি বরণ করে নেওয়ার রাজকীয় আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। প্রথমবার কাছ থেকে ট্রফি দেখার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে, অভিজ্ঞতাটা ছিল একদম ‘জোশ’! প্রথমবার বিশ্বকাপ ট্রফি সামনাসামনি দেখলাম, দারুণ লাগছে। আমি ভেবেছিলাম ট্রফিটা হয়তো ছোট, কিন্তু এটা বেশ বড়। জানলাম এর ওজন প্রায় ৭ কেজি খাঁটি স্বর্ণের।’ ট্রফি নিয়ে আসার সময় সঙ্গী হিসেবে ছিলেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি গিলবার্তো সিলভা।
3 ঘন্টা আগে