তারবিহীন অডিও ডিভাইস আছে সাইবার ঝুঁকিতে!
আজকাল প্রায় সবাই আমরা তারবিহীন হেডফোন, ইয়ারবাড বা ব্লুটুথ স্পিকার ব্যবহার করে থাকি। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এই ছোট ডিভাইসগুলো সাইবার হামলার জন্য পথ খুলে দিতে পারে। গুগলের জনপ্রিয় ‘ফাস্ট পেয়ার’ প্রযুক্তির নিরাপত্তা দুর্বলতার কারণে কিছু তারবিহীন অডিও ডিভাইস হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঝুঁকিতে আছে।
বেলজিয়ামের কেইউ ল্যুভেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, ফাস্ট পেয়ারের ত্রুটি ব্যবহার করে হ্যাকাররা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ডিভাইসের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। এর ফলে কেবল ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া নয়, ব্যবহারকারীর ওপর নজরদারি করার সম্ভাবনাও থাকে।