দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেলো ‘অন্যদিন’
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘অন্যদিন’। সিনেমাটি পরিচালনা করেছেন কামার আহমাদ সাইমন এবং প্রযোজনা করেছেন সারা আফরীন। গতকাল শুক্রবার (১১ জুলাই) থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভারে টানা ৭ দিন ধরে সিনেমাটির প্রদর্শনী চলছে। দর্শক প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় ‘অন্যদিন’ দেখতে পারবে। সিনেমাটি আন্তর্জাতিকভাবে বহু পুরস্কার ও স্বীকৃতি পেয়েছে। তবুও সেন্সর বোর্ডে আটকে ছিল সিনেমাটি দীর্ঘ দিন।