হিন্দুরীতিতে বিয়ে করলেন ছোটপর্দার অভিনেত্রী সারা খান
বিগত ২০০৭ সালের মিস মধ্যপ্রদেশ খেতাব বিজয়ী ছোটপর্দার অভিনেত্রী সারা খান সাতপাকে বাঁধা পড়লেন। অভিনেত্রী ‘সাপনা বাবুল কা... বিদাই’, ‘রাম মিলায়ে জোড়ি’ এবং ‘জুনুন-এইসি নাফরাত তো ক্যায়সে ইশক’ ধারাবাহিকে অসাধারণ অভিনয়ের সুবাদে পরিচিতি পান। এবার দীর্ঘদিনের প্রেমিক কৃশ পাঠকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
গত অক্টোবরে আইনি বিয়ের পর এবার হিন্দুরীতিতে বিয়ে সারলেন বিগ বস তারকা সারা খান। অভিনেতা ও প্রযোজক কৃশ পাঠকের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে এবার পরিণয়ে রূপ দিলেন অভিনেত্রী। গত শুক্রবার (০৫ ডিসেম্বর) পারিবারিক পরিসরে কাছের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের নিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সারা-কৃশ। হিন্দুরীতি মেনে গায়েহলুদ, সাতপাক ঘোরা, মালাবদল এবং সিঁদুর দান সম্পন্ন করে প্রেমিকাকে সারাজীবনের সঙ্গী করে নেন কৃশ পাঠক। এই সময় তারকা জুটির বিয়ের অনুষ্ঠানে টিভিপর্দার একাধিক তারকাও উপস্থিত ছিলেন।