আর্কাইভ
লগইন
হোম
মসজিদে নূর
পর্যটকদের নজর কাড়ে বকশীগঞ্জ মসজিদে নূর
জামালপুর জেলার সবচেয়ে সুন্দর ও মনোমুগ্ধকর মসজিদ হল মসজিদে নূর। শতবর্ষের পুরোনো কোনো মসজিদ না হলেও এর সৌন্দর্যের কথা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। দৃষ্টিনন্দন মসজিদটি একনজর দেখতে এবং নামাজ আদায় করতে বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা ছুটে আসেন। জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় নির্মিত মসজিদটি এরইমধ্যে দর্শনীয় স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। স্থানীয়রা জানান, অসাধারণ নির্মাণশৈলীর নান্দনিক মসজিদটি ব্যক্তিগত অর্থায়নে তৈরি করা হয়েছে। হজে যাওয়ার পর অনুপ্রাণিত হয়ে মসজিদটি তৈরি করেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক চিশতী। মসজিদের কাঠামো মার্বেল পাথর দিয়ে তৈরি। যা বিদেশ থেকে আনা হয়েছে। তুরস্কের আদলে তৈরি করা মসজিদটি দ্বিতলবিশিষ্ট ও সম্পূর্ণ কারুকার্যমণ্ডিত। তিন দরজাবিশিষ্ট মসজিদের ছাদের মাঝখানে আছে বড় একটি গম্বুজ। যার ভেতরের অংশেও আছে সুন্দর নকশার সমাহার। চারপাশে পিলারের ওপর নির্মিত ৭টি গম্বুজ ও ৪ টি বড় মিনার।
10 ঘন্টা আগে