চাচাকে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ ভাতিজার বিরুদ্ধে চাচাকে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, আম পাড়া নিয়ে হওয়া দ্বন্দ্বের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও ছেলে। গুরুতর আহত অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার (১১ জুলাই) রাত ১০টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা (মাঝবাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম (৪৪) ঐ গ্রামের মৃত জাফর আলীর ছেলে। অভিযুক্ত সাইফুল ইসলাম (২২) জিয়ারুলের ভাই ইব্রাহিম আলীর ছেলে।