ভূমিকম্পে ঢাকার ১৪ এলাকায় ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্পে ঢাকার বিভিন্ন এলাকায় বেশকিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা জেলার ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. সালাহউদ্দিন আল ওয়াদুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পে ঢাকার ১৪ এলাকায় ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোর মধ্যে-(১) মালিবাগ চৌধুরী পাড়ায় একটি, (২) আরমানিটোলায় একটি, (৩) স্বামীবাগে একটি, (৪) বনানীতে একটি, (৫) কলাবাগানে একটি, (৬) বসুন্ধরা আবাসিক এলাকায় একটি, (৭) নদ্দায় একটি, (৮) দক্ষিণ বনশ্রী এলাকায় একটি, (৯) মোহাম্মদপুরে একটি, (১০) খিলগাঁও এলাকায় একটি, (১১) বাড্ডায় একটি, (১২) সিপাহীবাগে একটি, (১৩) মগবাজারের মধুবাগে একটি এবং (১৪) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।