উদ্বোধনের প্রথম দিনেই ই-রিটার্ন দাখিলে রেকর্ড
শুভ উদ্বোধনের দিনেই ২০২৫-২৬ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন ১০,২০২ জন। যা গত বছরের তুলনায় প্রায় ৫ গুণ বেশি। আজ মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গতকাল সোমবার (০৪আগস্ট) অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেন। এনবিআর জানিয়েছে, প্রথমদিনে রিটার্ন দাখিলের সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ৫ গুণ বেড়েছে। গত ২০২৪ সালের ০৯ সেপ্টেম্বর ই-রিটার্ন কার্যক্রম শুরু হওয়ার প্রথম দিন রিটার্ন দাখিল হয়েছিল ২,৩৪৪টি।