আমদানি দায় মেটানোর পরও রিজার্ভ গ্রহণযোগ্য অবস্থানে
গত মার্চ-এপ্রিল মাসে আমদানি বিল বাবদ ১.৮৮৩ বিলিয়ন (১৮৮ কোটি ৩০ লাখ) মার্কিন ডলার পরিশোধ করা হলেও গ্রহণযোগ্য অবস্থানে রয়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। যার নেপথ্যে রেমিট্যান্স ও রপ্তানি আয়।
গতকাল মঙ্গলবার (০৬ মে) দিনের শুরুতে রিজার্ভ ছিল ২২.০৬ বিলিয়ন ডলার, দিন শেষে তা কমে দাঁড়ায় ২০.১৮ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা যায়।