আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ২৫০
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পটি পাকিস্তান সীমান্তের কাছাকাছি অঞ্চলে আঘাত হানে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ ক্ষতিগ্রস্ত প্রদেশগুলো দুর্গম পার্বত্য এলাকায় অবস্থিত এবং সেখানে ঘরবাড়িগুলো ভূমিকম্প-সহনশীল নয়।
আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তারা বিবিসিকে এসব তথ্য জানিয়েছেন। তারা বলেছেন, নাঙ্গারহার ও কুনার প্রদেশের বিভিন্ন হাসপাতালে ইতোমধ্যেই ১১৫ জনের বেশি আহতকে ভর্তি করা হয়েছে।